Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দক্ষিণডিহিতে তিনদিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৫:১৪:২৮ পিএম

 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: “দুর্বলেরে রক্ষা কর, দুর্জনেরে হান” বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর এ বাণীকে সামনে রেখে খুলনার ফুলতলা উপজেলাধীন বিশ্বকবির স্মৃতিধন্য শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্সে শুরু হলো ৩দিন ব্যাপী ১৬৪ তম রবীন্দ্র জন্মজয়ন্তী ও লোকমেলা। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসন আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪ টায় কমপ্লেক্স চত্ত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী অনুষ্ঠান মালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ছবেদা তলার মৃণালিনী মঞ্চে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার। তিনি বলেছেন, বিশ্বকবির স্মৃতি বিজড়িত দক্ষিণডিহি আমাদের গর্ব। এর মাধ্যমে আমাদের সম্মান ও পরিচিতি বৃদ্ধি পেয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন জাতির বা গোষ্ঠীর নয়। তিনি বিশ্ব মানবতার কবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম ও বিএল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ মোঃ হুমায়ুন কবীর। স্বাগত বক্তৃতা করবেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ দুলাল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান প্রমুখ। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় উদ্ধোধনী সঙ্গীত, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)