Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে সৎকার শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৫:৪২:৩৫ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে মামার মরদেহ সৎকার শেষে বাড়িতে ফেরার সময় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর চুকনগর সড়কে উপজেলার আলতাপোল তালতলা নামক এলাকায় এ দুর্ঘটনা  ঘটে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিষ্টান মিশনারির বাসিন্দা সুভাষ সরকার (৬৩) ও জোহান সিংহ (৫৬)।

এলাকাবাসী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে জোহন সিংহের মামার মৃত্যুর খবর শুনে তারা তার সৎকার করতে ঘোনা গ্রামে যান। রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কেশবপুরের আলতাপোল তালতলা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তারা সড়কের ওপর ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত  চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তারা মারা গেছেন।এ ঘটনায় তাদের পরিবারের সদস্যদের আহাজারি ও এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে।

কেশবপুর ফায়ার সার্ভিসের দলনেতা ইউসুফ আলী বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় দুজনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়া হয়েছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম দৈনিক স্পন্দনকে বলেন, মৃত অবস্থায় ওই দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।

এ ঘটনায় কেশবপুর থানায় সড়ক দুর্ঘটনার একটি মামলা হয়েছে যার নং- জি আর ৭২/১০ মামলাটি হাইওয়ে পুলিশের তদন্তাধীন আছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)