Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর সাগদত্তকাটি এসএম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিল্লালকে সংবর্ধনা

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৫:৩১:৩৪ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগদত্তকাটি এসএম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন পাঁজিয়া ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন গত ৮ মে প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ ও শিক্ষকবৃন্দের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল, আরো বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও  এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম এ হালিম,  উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও পাঁজিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার হায়দার আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  শহিদুল ইসলাম শহীদ, ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাস্টার আব্দুর রউফ, বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি  বিল্লাল হোসেন, সংবর্ধনা ও পরিচিতি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক গাজী জামাল উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, গড়ভাঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও যুবদলনেতা শরিফুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ধনঞ্জয় চৌধুরী, আব্দুর রশীদ,স্বপন কুমার বৈরাগী, সমীর কুমার আশ, মহাদেব কুমার আঢ্য,  প্রহ্লাদ চন্দ্র হালদার, জিনিয়া আফরোজ এ্যানি ও অন্যান্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)