দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারকে সম্মাননা, দোয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮মে দুপুর ১২টায় রুপসী ম্যানগ্রোভের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা কমিটির আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ। দেবহাটা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সংবর্ধিত অতিথি ছিলেন শহীদ আসিফ হাসানের পিতা মাহমুদ হোসেন ও ভাই রাকিব হাসান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান মুকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে.বাপ্পা, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ছেলে সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ এমদাদুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল ওয়াহেদ, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আবু তালেব বুলবুল,শিবিরের জেলা সভাপতি ইমামুল ইসলাম, জেলা শিবিরের প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, ফেয়ার মিশনের পরিচালক সাংবাদিক কাদের মহিউদ্দিন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ইমরান বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালীগঞ্জ উপজেলা আহবায়ক আমির হামজা, দেবহাটা উপজেলা ছাত্রশিবিরের উত্তর শাখা সভাপতি মোঃ রোকনুজ্জামান, দক্ষিণ শাখার সভাপতি আশিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে নিহত সাতক্ষীরার ১ম শহীদ আসিফ হাসানের পিতাসহ আহত ও কারাবরনকারীদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দেবহাটা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ এমদাদুল ইসলাম।