আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিভিন্ন নদ-নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূল এবং (১৫ এপ্রিল থেকে ১১ জুন) ৫৮ দিন সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ সময়ে আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।
এ সময় নদী হতে অবৈধ ৩ বেহুন্দি জাল আটক করা হয়। আটক জাল মানিকখালী ব্রিজের পাসে নদীর চরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকালে মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট উজ্জ্বল অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।