মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ শিশু একাডেমি মাগুরা শাখার আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা কার্যালয়ে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় । প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান
মাগুরা জেলা শিশু একাডেমির গ্রন্থগারিক ইকবাল তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক খান শফিউল্লাহ, মাজেদুর রহমান, সরকারি গণ গ্রন্থাগারের গ্রন্থাগারিক হাবিবুর রহমান।
প্রতিযোগিতায় দুই গ্রুপে জাবিন তাসনিম মৌনতা, তামিম ইসলাম, জাইন সোবহান, তরণী মোস্তাফিজ, তামনি ইসলাম, কাজী রকি রহমান পুরষ্কার অর্জন করেন।