নিজস্ব প্রতিবেদক: দেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী পরিষদের নেতাকর্মীরা আগামী ১২ মে ঢাকা প্রেসক্লাবের সামনে আন্দোলন কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতিসভা করেছে। বৃহস্পতিবার বিকেলে শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় আয়োজক সংগঠনের জেলা সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, জেলা শাখা সাংগঠনিক সম্পাদক সেলিম খান, সদর উপজেলা সভাপতি জিয়াউল করীম জিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ও সদস্য নূর ইসলাম। এ সময় জেলার আটটি উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতিসভা থেকে সিদ্ধান্ত নেয়া হয়, ‘কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা, গ্রেড উন্নয়ন ও প্রোমোশনের দাবিতে আগামী ১২ মে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হবে। যশোর জেলা থেকে অনন্ত ৪শ’ জন অংশ নেয়ার জন্য জরুরিভাবে নির্দেশনা দেয়া হয়। আন্দোলন সফল করার জন্য কর্মচারীদের নিজ নিজ অবস্থান দায়িত্ব পালন করার আহবান জানান নেতৃবৃন্দ’।