Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে ছাত্রদল নেতা হত্যা চেষ্টা মামলায় আ.লীগের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৫:২২:২৮ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: মণিরামপুর মশ্মিমনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম সুমন কয়েকজনকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগের ২৩ নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় চার্জশিটে তিনজনের অব্যাহতি চাওয়া হয়েছে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই হেলাল সরদার।

অভিযুক্ত আসামিরা হলো, মণিরামপুর সমশেরবাগ গ্রামের মৃত কফিল গাজীর ছেলে রিপন গাজী, মৃত আতিয়ার গাজীর ছেলে বিল্লাল গাজী, মৃত ইয়াসিন গাজীর ছেলে নুরুল ইসলাম গাজী, নুর ইসলাম গাজীর ছেলে ওসমান গাজী, পরশ গাজী, জয় উদ্দিন গাজীর ছেলে ইমরান গাজী, শাহিন গাজী ও তার ছেলে আবু নাঈম গাজী, রেজাউল গাজীর ছেলে রাহুল গাজী, নাজিম গাজীর ছেলে মনিরুজ্জামান গাজী, মৃত নাজিম গাজীর ছেলে নয়ন গাজী, মৃত নিছার গাজীর ছেলে আতিয়ার গাজী, মৃত এলাহী বক্স গাজীর ছেলে গোলাম গাজী, মোহাম্মদ আলী গাজী, আবুল হোসেন, সমশের গাজীর ছেলে ছরফ আলী গাজী, সুরত আলী গাজীর চেলে আব্দুল খালেক গাজী, মৃত আব্দুল খালেক গাজীর ছেলে শামীম গাজী, লক্ষীকান্তপুর গ্রামের রেজাউল গাজীর ছেলে মোকলেসুর রহমান, নোয়ালি গ্রামের আতিয়ার গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী, মিজানুর গাজীর ছেলে ফারুক হোসেন, ভরতপুর গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে রুহুল আমিন ও কাশিপুর গ্রামের মনির উদ্দিন দফাদারের ছেলে আবু তালেব তালহা।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২২ মার্চ গভীর রাতে একটি ট্রাকে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করে স্থানীয় বাজারে দিকে এগিয়ে আসে। এ সময় বাজারে নৈশপ্রহরী তাদের বাধা দিলে ট্রাকটি দ্রুত সমশেরপুর কাঁঠালতলা বাজারে মফিজুর রহমানের বাড়ির সামনে থামে। এ সংবাদ পেয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম সুমনসহ কয়েকজন ঘটনাস্থলে যায়। এ সময় ট্রাকে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। হামলাকারীরা তরিকুলসহ কয়েকজনকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত তরিকুলসহ অন্যান্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তরিকুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত তরিকুলের পিতা পারখাজুরা গ্রামের হাফিজুর রহমান বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতে আদেশ অভিযোগটি ২৫ মার্চ মণিরামপুর থানায় নিয়মিত মামলা হয়। এ মমালার দীর্ঘ তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় নুরুজ্জামান গাজী, কামরুল গাজী ও রেজাউল ইসলামের অব্যাহতির আবেদন করা হয়েছে। চার্জশিটে অভিযুক্ত রুহুল, আবু তালেব ও বিল্লাল গাজী বাদে সকল আসামিকে পলাতক দেখানো হয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)