পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে গদাইপুর মাঠে ঘুড়ি উৎসবে ঘুড়ি প্রদর্শনী ও উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঘুড়ি উৎসবে অংশ গ্রহণ করেন গদাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সৌহাদ্য ঘোষ, অপূর্ব ঘোষ, মুজাহিদ হোসেন, সৌমিক সরকার, আপন দাশ, অয়ন ঘোষ, পার্বণ রায়, মোজাহিদ ইসলাম, খালিদ হেসেন, রনি হাসান প্রমুখ। ঘুড়ি উৎসবে তাঁরাঘুড়ি, সাপঘুড়ি, লণ্ঠনঘুড়ি, দোর, বেত ঘুড়িসহ নানা ধরনের ও রং বেরং এর ঘুড়ি দেখা যায়।
ঘুড়ি উৎসব গ্রতিযোগিতায় ১ম স্থান সৌহাদ্য ঘোষ, ২য় স্থান অপূব ঘোষ ও ৩য় হয়েছে অয়ন দাশ।
গ্রতিযোগিদের মধ্যে পুরস্কার প্রদান করেন, বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট প্রধিশ হালদার, বনবিবির সদস্য কার্তিক মণ্ডল, গনেশ দাশ প্রমুথ। ঘুড়ি উৎসব ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় এলাকার শিশু কিশোরসহ প্রচুর দর্শক উপস্থিত ছিলো।