Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা  হাবিব কারাগারে

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৬:২২:৫১ পিএম

 

শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা  : সাবেক ছাত্রলীগ নেতা ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান কে (৫৬) কারাগারে পাঠানো হয়েছে। একটি হত্যা মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম এই আদেশ দেন।

জানা গেছে, হাবিবুর রহমান হত্যা মামলায় উচ্চ আদালত থেকে হাবিবুর রহমান  জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সাতক্ষীরার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, উচ্চ আদালতের জামিন শেষ হওয়ায় তার মক্কেল নিম্ন আদালতে হাজির হয়েছিলেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুস সাত্তার বলেন, মর্জিনা খাতুন একজন অসহায় ও দরিদ্র নারী। যিনি তার স্বামীকে হত্যার মাধ্যমে হারিয়েছেন। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা আদালতের কাছে আবেদন করেছি, যেন অভিযুক্তকে জেল হাজতে রাখা হয়। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত. দেবহাটা উপজেলার খলিশাখালী এলাকায় গত ৫ আগস্টের পর চিংড়ি ঘের দখলে সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় গত ১ নভেম্বর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় গণপিটুনিতে কামরুল ইসলাম (৪০) নামের একজন নিহত হয়। এ ঘটনায় নিহত কামরুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তিনি হত্যা মামলা দায়ের করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)