অভয়নগর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরে আসায় অভয়নগরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর থানা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নওয়াপাড়া বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে শুরু করে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন বাজার ঘুরে নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ডাবলু বেগের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সদস্য ও থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মশি, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, সহ সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা।
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোল্যার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইকবাল কুরাইশী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা জাকির আল নোমান, পৌর বিএনপি নেতা আব্দুর রশিদ বিশ্বাস, থানা যুবদলের সদস্য সচিব হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ সাথী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম আক্তার কুরাইশী পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এফ এম রাজু আহমেদ, বিল্লাল হোসেন রনি, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক খালিদ শেখ, জেলা ছাত্রদলের সদস্য আজাদ হোসেন, মোহাম্মাদ আকাশ, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান ইউসুফ, পৌর ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান ইমন, সিনিয়র যুগ্ম আহবায়ক নয়ন হোসেন, যুবদল নেতা ইকবাল শেখ, সাদ্দাম হোসেন, ফরহাদ খান, আলমগীর হোসেন সহ অন্যান্যরা।