নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কৃষক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে বৃহস্পতিবার এ কংগ্রেসের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন।
কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ফার্মার সেন্টার নামে একটি সংগঠন করবেন। যার মাধ্যমে কৃষকদের আর্থিকসহ বিভিন্ন সহায়তা করবেন। কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষকদের চাষাবাদে উদ্বুদ্ধ করতে হবে।
সদর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার আবু তালহা, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী, সদর উপজেলা সমবায় অফিসার রনজিত দাস, পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ চন্দ্র সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির। কংগ্রেসে ১০০ কৃষক উপস্থিত ছিলেন।