নিজস্ব প্রতিবেদক: যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির খানার বৈদ্যুতিক বাল্ব এবং ওয়াশরুমের স্টিলের পানির ট্যাপ চুরির সময় হাতে নামে আব্দুল কাদের (২২) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দেয়া হয়েছে। এই ঘটনায় ওই আদালতের পেশকার ও ভারপ্রাপ্ত নাজির শাহ আলম কোতয়ালি থানায় একটি মামলা করেছেন।
শাহ আলম জানিয়েছেন, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাল্প ও পানির ট্যাপ চুরি করে। সে সময় পরিচ্ছন্নকর্মী তুষান বিশ্বাস তাকে দেখে ফেলে এবং হাতে নাতে আটক করে। তখন সে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে কাদেরকে আটক করে এবং গণপিটুনি দেয়। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাদেরকে আটক করে। বৃহস্পতিবার কাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আব্দুল কাদের শহরের খালধার রোড বরফকল এলাকার আবুল কাশেমের ছেলে।