Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒মান্নান সভাপতি পনি সম্পাদক নির্বাচিত

১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:২৯:৪১ পিএম

 

ম.ম.রবি ডাকুয়া,মোংলা: মোংলা উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক মো: আবু হোসেন পনি ও সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

১৭ বছর পর মোংলা উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচনে অনুষ্ঠিত হলো দ্বিবার্ষিক সম্মেলন। এবার সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচিত হলেন। নির্বাচনকে ঘিরে গোটা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করেছে উৎসবমুখর পরিবেশ।

বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুল মাঠে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির ঘোষিত তফসিল অনুযায়ী মোট ৪২৬ জনের মধ্যে ৪২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক উপজেলা সভাপতি এস এম ফরিদ উদ্দিন আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আবু হোসেন হাওলাদার (পনি), শেখ রুস্তুম আলী, জাকির হোসেন ঝংকার ফকির এবং মৃধা নজরুল ইসলামের পুত্র মৃধা ফখরুল ইসলাম।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সুব্রত মজুমদার, সাকির হোসেন, মৃধা তরিকুল ইসলাম, ফারুক মৃধা ও শেখ মোস্তাফিজুর রহমান জনি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সঙ্গে ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, জেলা সমন্বয়ক এম এ সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা মনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)