Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে ভূমি অফিসে দালালমূক্ত করতে সেবা কুঞ্জ!

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৩৪:১৭ পিএম

আব্দুল মতিন, মণিরামপুর: দালালমূক্ত করতে মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন কর্মকর্তা নিয়াজ মাখদুম। তিনি দালাল মুক্তসহ জণগনকে কাজের জন্য সরাসরি কার্যালয়ে “মাটির মায়া” নামের সেবা কুঞ্জ খুলেছেন। সম্প্রতি এ উদ্যোগ গ্রহণ করে প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং বুধবার এই সেবা কুঞ্জে নাগরিক সেবা করবেন সরাসরি। সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখুদম জানিয়েছেন এ কার্যক্রম শুরু করাই সাধারণ জনগণ তাদের নিজের তৃতীয় (দালাল) পক্ষ ছাড়াই করতে পারছে। এতে একদিকে অর্থিক ক্ষতি ছাড়াও হয়রানির হাত থেকে রক্ষা পাচ্ছেন সাধারণ নাগরিকরা।

সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখদুম জানান, তিনি লক্ষ্য করেছেন সরাসরি গ্রামের সহজ সরল লোক তার অফিসে ঢুকতে পারে না। সরাসরি তার নিকট আসতে তাদের নানা ভোগান্তি পোহাতে হয়। প্রথমত গ্রামের সহজ সরল লোক অফিসে গিয়ে বড় স্যারের সাথে কথা বলতে কিছুটা ভয় কাজ করে। অন্যদিকে তৃতীয় একটি শ্রেণি যারা দালাল হিসাবে পরিচিত। এই সহজ সরল লোকের অজ্ঞতাকে পুঁজি করে তারা সুবিধা হাসিল করে। সেটি বন্ধ এবং সরাসরি উপজেলার মানুষের সাথে সম্পর্ক স্থাপনের জন্য তার এই উদ্যোগ।

সপ্তাহের মঙ্গলবার এবং বুধবার এখন থেকে তিনি নিয়মিত অফিস কক্ষের বাইরে ভূমি সংক্রান্ত সকল কাজ এই “মাটির মায়া” সেবা কুঞ্জে বসে করবেন। নাম জারি, শুনানি ভূমি সংক্রান্ত যে কোন বিষয়  মানুষ সরাসরি অফিসের বাইরে আগের বিশ্রামাগার বর্তমানে “মাটির মায়া” নামক সেবা কুঞ্জে আসছেন এবং সরাসরি এসি ল্যান্ড স্যারের সাথে তাদের সমস্যার বিষয়ে কথা বলছেন এবং সেটির সমাধান করতে পারছেন।

উপজেলার কালারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল হোসেন তিনি নিজের কাজ এ সেবা কুঞ্জ থেকে কাজ সেরে সাংবাদিকদের জানান, বর্তমান এসিল্যান্ড নিশ্চয় এটি একটি জণগনের কল্যানে “মাটির মায়া” নামে যে সেবা কুঞ্জটি করেছেন তা প্রশংসনীয়। তিনিও এ কাজের মাধ্যমে সাধারণ জণগণ তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)