Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভবদহ অঞ্চলে মৎস্যঘের স্থাপনে চাষিদের নির্দেশনা ইউএনও’র

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৫:২৩:২১ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার মৎস্য চাষিদের ভবদাহ অঞ্চলের ঘেরভেড়িতে মৎস্যঘের স্থাপন নীতিমালা-২০১৯ এর অনুসরণ বাধ্যতামূলক বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা বেগম। মঙ্গলবার কেশবপুর সদর ইউনিয়নের বিভিন্ন ঘের পরিদর্শন কালে মৎস্য ঘেরের মালিকদের তিনি একথা বলন।

গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার কেশবপুর সদর ইউনিয়নের বিভিন্ন ঘেরে স্যালো মেশিন এর সাহায্যে ভূগর্ভস্থ থেকে পানি  উত্তোলন পরিদর্শন করেন। এসময় তিনি ঘেরের মালিকদের ভবদহ অঞ্চলের মৎস্যঘের স্থাপন নীতিমালা-২০১৯ এর নির্দেশনা প্রতিপালন পূর্বক মৎস্যঘের স্থাপনের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া কেউ যাতে স্যালো মেশিন বা অন্য কোন সেচযন্ত্রের সাহায্যে ভূগর্ভস্থ থেকে শুকনো মৌসুমে মৎস্য ঘেরের পানি উত্তোলন না করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সুদেব বিশ্বাস,  কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, ব্যাসডাঙ্গা ওয়ার্ড সদস্য শহীদ কামাল মিঠু, সদর ইউনিয়ন পরিষদের সুজাপুর ওয়াডের ইউপি সদস্য কামরুজ্জামান কামাল,উপজেলা পরিষদের সহায়ক রেজাউল করিম তারু, স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)