Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৪০:৫৩ পিএম

 

বাঘারপাড়া প্রতিনিধি: বাঘারপাড়ায় ভাইয়ের উপর অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে হোসাইন (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র। সে উপজেলার নারিকেলবাড়ীয়া সর্দারপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পড়ালেখার বিষয় নিয়ে বড় ভাই সাজিন আল মামুন হোসাইনকে বকা দিলে ভাইয়ের উপর অভিমান করে বাড়ির বসত ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

মেজ ভাই শাহীন প্রথমে দেখে ডাক চিৎকার দিলে বড় ভাই সাজিন আল মামুন ও আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এসময় চিকিৎসক সৌমেন সরকার পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)