কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন আয়োজন সম্পর্কে সংগঠনটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার (৭ মে) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা সদরের ফুলতলা মোড়ে অবস্থিত জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন উপজেলা জামায়াতের আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী।
তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর আগামী ১০ মে কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ময়দানে ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল সাড়ে ৮ টায় মহিলা এবং বিকেল সাড়ে ৩ টায় পুরুষ কর্মী সম্মেলন শুরু করা হবে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এম পি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।
কর্মী সম্মেলন উপলক্ষে ৫৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ করা হয়েছে। কর্মী সম্মেলনে উপজেলার ১২ ইউনিয়ন থেকে লক্ষাধিক কর্মী অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি।
সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারী আবু রাসেল আসকারী, প্রচার ও মিডিয়া বিষয়ক সেক্রেটারী ড. মিজানুর রহমাননহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।