আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের সার্চ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সরদার রুহুল আমিনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও কৃষকদলের সাবেক সভাপতি শেখ আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রবিউল আউয়াল ছোট, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিউল আলম সুজন প্রমুখ।