খুলনা প্রতিনিধি : ‘মাদকমুক্ত সমাজ গঠনসহ ডিজিটাল আসক্তি বিষয়ক সচেতনতা’ শীর্ষক আলোচনাসভা বুধবার দুপুরে খুলনা পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসাইন শওকত। খুলনা পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোল্যা ফরিদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক ড. মো: শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: মিজানুর রহমান, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট মোস্তফা আছাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোবারাক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: রাকিবুজ্জামান ও ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মোবারাক আলী ফাউন্ডেশনের সহযোগিতায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।