খুলনা প্রতিনিধি : খুলনা আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ইলাইপুর রূপসা, খুলনায় ৬ মে সকাল ১১ টায় ২৮ দিন ব্যাপী ৯৮ জন ভিডিপি সদস্যদের ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা আনসার ব্যাটালিয়ন পরিচালক মোল্যা আবু সাইদ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্রশিক্ষন লব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও একজন দক্ষ সেচ্ছাসেবী হিসাবে কাজ করা এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহব্বান জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ এবং চৌকশ প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। উল্লেখ্য খুলনা রেঞ্জের ১০ টি জেলায় অনূরূপ ভাবে প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।