কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : কালীগঞ্জে এসে মারপিটে যশোরে ৩ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সোমবার রাতে যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির এটিএসআই শওকত হোসেন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০/৭০ জনের নামে কালীগঞ্জ থানায় মামলা করেছে। পুলিশ রাতেই বাকুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের জাহিদুল ইসলামের পুত্র রাজু আহম্মেদ (২৬), আয়নাল বিশ্বাসের পুত্র মামুন (৩২) ও রহিম বিশ্বাসের পুত্র আতিকুল ইসলাম মিন্টু। অপরজনের নাম জানা যায়নি।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, যশোর কোতয়ালী থানার এএসআই তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন কালীগঞ্জে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে উদ্ধারে এসে হামলার শিকার হন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর পাঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ওই রাতে একটি অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে। বাকী আসামিদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।