কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ূ পরিবর্তন অভিযোজন(১ম সংশোধিত) প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন প্রকল্পের ডিএই কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মূল্যায়ন সভায় মুখ্য আলোচক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি প্রকল্পের সকল কার্যক্রম সহজভাবে উপস্থাপন ও অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, প্রকল্পের মনিটরিং অফিসার ধিমান মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাঈদ আলি গাজী, বিশাখা সাহা, মাহবুবুর রহমান মফে, শেখ সোহেল রানা, কৃষি উদ্যোক্তা আতিয়ার রহমান, শিখা রানী চক্রবর্তী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।