বাঘারপাড়া প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঘারপাড়ার আয়োজনে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম, ডিএই পার্ট) প্রকল্পের আওতায় সোমবার এ মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন। তার আগে সকালে র্যালি বের হয়।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আবু তালহা, বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়ামিন হুসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ প্রমুখ।