শালিখা প্রতিনিধি: বাংলাদেশ কৃষি ব্যাংকের মাগুরার আমুড়িয়া বাজার শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ। রোববার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার ব্যবস্থাপক শরাফত আলী।
বিশেষ অতিথি ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাস, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আ. আজিজ, মাগুরা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এম এম এ কাশেম, কুচিয়া মুরা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন সাবরিনা নারী উদয়গতা,এডিআই ব্যবস্থাপক জাকির হোসেন, প্রধান শিক্ষক মো. জিন্নাহ,সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ব্যাংকের সহকারী ম্যানেজার ২ আক্তার হোসেন।