Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিককে দণ্ড : তালার ইউএনওকে রংপুরে বদলি

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৬:৩১:৫৪ পিএম

শাকিলা ইসলাম জুঁই সাতক্ষীরা : সাংবাদিককে কারাদণ্ড দেয়ায় আলোচিত তালার ইউএনও শেখ মো. রাসেলকে রংপুরে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শাহিদুল ইসলাম ৫ মে সাক্ষরিত এক পত্রে সাতক্ষীরার তালা উপজেলার ইউএনও (নির্বাহী কর্মকর্তা) কে রংপুর বিভাগে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, তালা উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে নির্মাণাধীন কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে বিতর্কে জড়িয়ে পড়েন স্থানীয় এক সাংবাদিক। বিষয়টি নিয়ে এলজিইডির এক কর্মকর্তার সাথে ওই সাংবাদিকের হাতাহাতি হয়। এঘটনায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল গত ২২ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ডসহ জরিমানার আদেশ দেন। এরপর স্থানীয় এবং জেলা পর্যায়ের সাংবাদিকরা ইউএনওর অপসারণ ও সাংবাদিকের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এর কয়েকদিন পর আদালত সাংবাদিককে জামিনে মুক্তি দেন

এদিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ নিয়ে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারি ও সাংবাদিকের একটি অংশ তালায় মানববন্ধন করেন। বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচনায় আসে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)