বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি :বাঘারপাড়ায় দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। লাইসেন্স না থাকায় এক ভাটায় জরিমানা এবং অন্য ভাটার চিমনি গুঁড়িয়ে দেয়া হয়েছে। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর যশোর ও বাঘারপাড়া সহকারী কমিশনার (ভূমি)।
অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইট পোড়ানোর অভিযোগে উপজেলার দোহাকুলায় ‘ফাইভ স্টার ব্রিক্স’ এর ইট পোড়ানোর চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়েছে। একই সাথে ভবিষ্যতে ইট না পোড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একই দিনে ইন্দ্রা গ্রামের ‘শিকদার ব্রিক্স’কে দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স বিহীন ভাটা পরিচালনার দায়ে এ জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক এমদাদুল হক ও সহকারী পরিচালক সোমেন মৈত্র, বাঘারপাড়া আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনা খাতুন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপি সদস্যরা।