কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ইয়াবা বেচাকেনার সময় এবার পুলিশের হাতে ধরা খেলেন কালীগঞ্জ উপজেলার মহিষাটি গ্রামের শাহাজান খানের ছেলে মাদক ব্যবসায়ী শাহারিয়ার খান (৩০) ও তার স্ত্রী রত্না বেগম (২৬)।
পুলিশ জানায়, মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ শহরের মোবারকগঞ্জ চিনিকল এলাকায় এক অভিযান চালায়। এ সময় মিলের সার গোডাউনের পাশে থেকে শাহরিয়ার ও তার স্ত্রী রত্নাকে আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানান, আটক মাদক ব্যবসায়ী দম্পতি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা করে আসছিল। পুলিশ অভিযান তাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সোমবার ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।