মারুফ কবীর: কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে ঢাকার বাইরে প্রথমবার যশোরের শামস্-উল-হুদা ফুটবল একাডেমীতে অনুশীলন করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। এর পর বিকেএসপিতে হয়েছে বাকি অনুশীলন। ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টার্ফের মাঠে। তাই বাংলাদেশ ভারত যাওয়ার আগে বিকেএসপির টার্ফে অনুশীলন করেছে বলে জানা যায়। যশোরের অনুশীলন ছিলো ভারতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য। বাংলাদেশ দল আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ভারতের উদ্দেশ্যে রওনা হবে। বাংলাদেশ দল ৯ মে প্রথম খেলায় মুখোমুখি হবে মালদ্বীপের সাথে। বাংলাদেশের গ্রুপে অপর দল ভুটান। আগামী ১৮ মে পর্যন্ত ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়াতে অবস্থিত গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে হবে এ টুর্নামেন্ট। এ বিষয়ে, শামস্-উল-হুদা একাডেমীর পরিচালক (এডমিন) শামস্-উল-বারী শিমুল বলেন, ঢাকার বাইরে প্রথমবার যশোরে অনুশীলন করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। এ অনুশীলনে সন্তুষ্ঠি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এটা আমদের একাডেমী তথা যশোরের জন্য গর্বের। তিনি আরও বলেন,পর্যাবেক্ষক হিসেবে টিমের সাথে যাচ্ছেন যশোর শামস্-উল-হুদা একাডেমীর উপপরিচালক (ট্রেনিং) মাসুদুর রহমান টনি ও সিনিয়য় সহকারী প্রশিক্ষক এমাদুল হক খান। এদিকে, সোমবার ঢাকায় সংবাদ সম্মেলনে বাফুফের সহসভাপতি ও ডেভলপমেন্ট কমিটির ও যশোর শামস্-উল-হুদা একাডেমীর চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, গোলাম রব্বানী ছোটনের নারী বয়স ভিত্তিক পর্যায়ে অনেক সাফল্য রয়েছে। এবারই প্রথম ছেলে দল নিয়ে সাফে যাচ্ছেন। গত বছর বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। এ নিয়ে ছোটন বলেন, ‘অবশ্যই আমাদের প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়ার। আমি সব সময় শৃঙ্খলার দিকে নজর দেই। এই ছেলেরা অত্যন্ত সুশৃঙ্খল ছিল। আমার কাজ করতে কোনো সমস্যা হয়নি।’ বিদেশি নাগরিকদের ভারতের অরুণাচল প্রবেশের জন্য বিশেষ অনুমিতর প্রয়োজন হয়। সিনিয়র জাতীয় ফুটবল দলের মতো বয়স ভিত্তিক দলেও এখন প্রবাসী ফুটবলাররা আসছেন। স্কোয়াডে দুই জন রয়েছেন প্রবাসী ফুটবলার। বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের জন্য আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করে। ৩৫ জনের প্রাথমিক তালিকায় থাকা ফুটবলারদের মধ্যে ৩১ জন যোগ দেন। এই ক্যাম্পে ৩ জন প্রবাসী ফুটবলার ছিলেন। এদের মধ্যে বাদ পড়েছেন এলমান মতিন। তিনি ইংল্যান্ডের ক্লাবে খেলেন। বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার আব্দুল কাদির ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফার্জাদ আফতাব। প্রবাসী ফুটবলারদের নিয়ে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘৩১ জন দুই সপ্তাহের বেশি অনুশীলন করেছে। সবাই বাংলাদেশি। পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত স্কোয়াড গঠন হয়েছে।’ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে অস্ট্রেলিয়ান প্রবাসী ফুটবলার আরহাম ইসলাম বাংলাদেশ দলে খেলেছিলেন। তিনি সতীর্থদের কাছ থেকে তেমন বলের যোগান পাননি। অনূর্ধ্ব-২০ দলে এমন ঘটনা ঘটে কিনা সেটাই দেখার বিষয়। বসুন্ধরা কিংস চন্দন ও ইউসুফকে ছাড়েনি। আর বিকেএসপির দুই ফুটবলার তাদের ব্যক্তিগত ইচ্ছায় ক্যাম্পে যোগ দেননি। বসুন্ধরা কিংসের দুই ফুটবলার ক্যাম্পে যোগ না দেয়ায় দলীয় শক্তিমত্তা খানিকটা হ্রাস পেলেও ছোটন আশাবাদী, ‘তারা আসলে দলের শক্তি বাড়ত। যেহেতু আসেনি ৩১ জন নিয়েই আমরা সোমবার সকাল পর্যন্ত অনুশীলন করেছি। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড করেছি। আমরা আশা করি ভালো ফলাফলের।