কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় বিএনপির সার্চ কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪মে) বিকেল ৫টায় কলারোয়া পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বিশ্বাস মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির অনুমোদনে কলারোয়া উপজেলা বিএনপির উদ্যোগে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের আওতাধীন কলারোয়ার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ডে সার্চ কমিটি গঠন করা হয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলকে তৃণমূলে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন আহ্বায়ক ও ৪-৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা এম এ রব শাহিন, শওকত হোসেন, মীর রফিক, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান রঞ্জু, মোজাফফর হোসেন, সহিদুল ইসলাম, রুহুল আমিন খোকন, আলতাফ হোসেন, সিরাজুল ইসলাম, বাবু, হাবিল, প্রভাষক আ.সালাম দিলু, কৃষক দল নেতা শাহাবুদ্দিন, রুহুল কুদ্দুস, ছাত্রদল নেতা শাহাজালাল আহমেদ সাজু, জাহাঙ্গীর, শুভ রাসেল, জি এম সোহেল, প্রিন্স, আকিব, রাব্বি, সৈকতসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।