শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : ৪র্থ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে রোববার সকালে শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ গেটের সামনে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান টিটোর বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আবু রায়হান রিংকু, যুগ্ম আহ্বায়ক সোহান বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, শফিক বিশ্বাস, আকাশ খোন্দকার, মোছা. রাবেয়া তাসনিম ইভা, সিমলী সাহাসহ আরোও অনেকে।
মানববন্ধনে শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল সদস্য সচিব আবু রায়হান রিংকু বক্তব্যে বলেন, নোহাটা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান টিটো দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী ওই ছাত্রীকে বিভিন্ন ভাবে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয়ের নির্জন স্থানে নিয়ে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় শ্রীপুর থানায় শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মানববন্ধনে ওই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়।