শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ১০ পিস সোনার বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারী আটক হয়েছে। রোববার (৪ মে) বেলা ১২টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটককৃত শুভ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জয়মন্টপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে শুভ ঘোষকে আটক করা হয়। এসময় শরীর তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১শ’ ৯৩ গ্রাম ওজনের ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
তিনি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলা শেষে তাকে আদালত ও সোনার বার ট্রেজারিতে জমা দেয়া হবে।