কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বৈদ্যুতিক তার ও মটর চুরি করে পালিয়ে যাওয়ার সময়ে বিল্লাল হোসেন (৩৮) নামে এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন পাত্রপাড়া গ্রামবাসী। তাকে পুলিশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছে। আহত বিল্লাল হোসেন পাত্রপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
কেশবপুর থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে পাত্রপাড়া গ্রামের আহাদ আলী মোড়লের ২৫০ মিটার তার ও মোহাম্মদ আলী মোড়লের ৩১০ মিটার তার ও একটি বৈদ্যুতিক মটর বিল থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময়ে গ্রামবাসীরা বিল্লালকে হাতেনাতে আটক করে। পরে তাকে বৈদ্যুতিক পিলারের সাথে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পুলিশ আরো জানায়, বিল্লালের বিরুদ্ধে উপজেলার বারইহাটি গ্রামের অসিম নন্দীর বৈদ্যুতিক পাম্প ও চ্যাছিচ এবং শিকারপুর টু সুড়িঘাটা নির্মাণাধীন সড়ক হতে ঠিকাদারের ৫ হাজার ইট চুরির ঘটনায় মামলা রয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন দৈনিক স্পন্দনকে জানান, বিল্লাল হোসেন এখন পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।