Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে পিপিআর এবং ই-জিপি শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:০৬:৩১ পিএম

 

খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং ই-জিপি শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শনিবার শুরু হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে ১নম্বর একাডেমিক ভবনের গণিত ডিসিপ্লিনের সিমুলেশন ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইউসুফ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু হানিফ মৃধা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ সংশ্লিষ্ট বিষয়ে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন ও দপ্তরের শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)