পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার চাঁদখালী ইউপি’র বিএনপির সাবেক সভাপতির ছেলে হুমায়ুন ও মৎস্যজীবী দলের সম্পাদক মনিরুলসহ নীরিহ ব্যক্তিদের নামে চুরি ও শ্লীলতাহানির মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার বিকেলে চাঁদখালী বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় বিএনপি নেতা নজরুল সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, একটি তুচ্ছ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাফিজুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা মুসালউদ্দীন তার মেয়েকে বাদী করে ১ মে থানায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরুহুম নজরুল সরদারের ছেলে ব্যবসায়ী হুমায়ুন ও মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক মনিরুলসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করলে এলাকার মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ মামলার ৯ নম্বর আসামী আক্তার গাজী বলেন, ঘটনার দিন আমি ঝিনাইদহে একটি ইটের ভাটায় কর্মরত ছিলাম। অথচ পূর্বশত্রুতাবশত হয়রানি করতে এ মামলায় জড়ানো হয়েছে। তাছাড়া স্বাক্ষীরা বলেন, মামলা সম্পর্কে আমরা কিছুই জানিনা। মানববন্ধন কর্মসূচিতে আরোও বক্তব্য রাখেন, যুবদল নেতা আঃ হান্নান, আব্দুল ওহেদ সরদার, রেজাউল সরদার, আঃ রহমান, নুর আহম্মেদ সরদার, আসলাম সরদার,রহমত গাজী,ফেরদৌস সরদার,আঃ রাজ্জাক সরদার,আশরাফ সরদার,শেখ সেলিমসহ অনেকে।