Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় মাজরা পোকার আক্রমণে নাবি বোরো ধানের ব্যাপক ক্ষতি

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৩৯:৩২ পিএম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় মাজরা পোকার আক্রমণে নাবি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। দূর থেকে তাকালে মনে হচ্ছে কাঁশফুল ফুটেছে। মাজরা পোকায় কাটা সাদা শিষ বাতাসে দুলছে কাশফুলের মতো। মৌসুমের শেষে অর্থাৎ নাবি বোরো ক্ষেতগুলোতে এই পরিস্থিতি হয়েছে। কৃষি অফিস বলছে, নাবি ধান ফোলার সময় টেম্পারেচার বৃদ্ধি এবং মৌসুমের শেষে মাজরা পোকার তীব্র আক্রমণের কারণে ধান ক্ষেতে শিষবের হলেও তা অধিকাংশ সাদা হয়ে গেছে। এতে কৃষক চরম দুশ্চিন্তায় পড়েছেন।

জানা যায়, বোরো মৌসুমে এবার বাম্পার ফলন হয়েছে। ছাড়িয়ে যেতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা। তবে নাবিতে লাগানো বোরো ক্ষেত মাজরা পোকার আক্রমণে ব্যাপক ক্ষতি হয়েছে। গুটুদিয়া, মির্জাপুর, মুজারঘুটা, রংপুর, কোদলা ও খলসীর বিলে বোরো ক্ষেতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ক্ষেতগুলো দূর থেকে দেখলে মনে হচ্ছে গ্রীষ্মের হাওয়ায় দুলছে শরতের কাশফুল! ধানের শিষসাদা হয়ে ফুলের আকার নিয়েছে। প্রত্যেকটি শিষের গিটে রয়েছে মাজরা পোকা। ধানগাছ থেকে শিষবের হওয়ার সঙ্গেই হঠাৎ মাজরা পোকার আক্রমণ দেখা দেয়। কচি শিষপোকায় কেটে দেয়ার কারণে সাদা হয়ে গেছে।

মাজরা পোকার আক্রমণে গুটুদিয়া গ্রামের এক কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। কৃষক কপিল রায় জানান, বন্যার কারণে এবং নিচু জমি থেকে পানি সরতে দেরি হওয়ায় নাবিতে বোরো চাষ করা হয়। ফোলার সময় ধানের চেয়ারা ভাল ছিলো। হঠাৎ পদ্মা পোকায় ঘিরে নেয় ক্ষেত। এর কিছুদিন পরেই ধানের শিষসাদা হতে শুরু করে। আমার ভাই মৃনাল রায়ের ক্ষেতেও একই অবস্থা। কাচি নিয়ে যাবা লাগবে না বিলে। মির্জাপুর মঠের পাশে অনাদি মন্ডলের ক্ষেতেও মাজরা পোকায় আক্রমণ করেছে। মির্জাপুর গ্রামের কৃষক বায়েজিদ শেখ জানান, তার ২.৫ বিঘা জমিতে ব্রিধান-২৮ জাত লাগিয়েছে। ফোলার সময় মাজরা পোকের আক্রমণে অর্ধেক নষ্ট হয়ে গেছে। কীটনাশক প্রয়োগ করেও পোকা দমন না হওয়ায় কৃষকেরা বড় দুশ্চিন্তায় পড়েছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন জানান, এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধান প্রায় ৮০% কর্তন হয়ে গেছে। কিছু ধান অর্থাৎ বোরো মৌসুমে শেষ দিকে লাগানো ধান ক্ষেতে এ ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। তবে এর সংখ্যা খুবই কম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)