Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও ১০ মন বরফ উদ্ধার

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৫৬:২৪ পিএম

শরণখোলা ও মোংলা প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের শরণখোলারেঞ্জের বনরক্ষীরা অভিযান চালিয়ে ৬ বস্তা হরিণের ফাঁদ এবং ১০ মন বরফ সহ  ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে। এ সময় বন রক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারি চক্র বনের মধ্যে পালিয়ে যায়। ২ মে রাত সাড়ে ১১ টার দিকে  শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া মাঝের চর এর পশ্চিমপাড় থেকে বনরক্ষীরা উদ্ধার করে।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া মাঝের চরের পশ্চিম পাড়ে বনের মধ্যে ফাঁদ পেতে হরিণ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া  বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বন রক্ষীদের একটি দল ওই এলাকে অভিযান চালায়। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারী চক্র  সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৬ বস্তা হরিণের শিকারে ফাঁদ ও ফাঁদে  ব্যবহৃত নাইলনের দড়ি এবং ১০ মন বরফসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে। শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান জানান হরিণ শিকারীরা পালিয়ে গেলেও তাদের ধরার জন্য অভিযান অব্যহত রয়েছে । এ ঘটনায় বনবিভাগের আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।

এ ব্যাপারে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এস সি এফ রানা দেব বলেন হরিণ শিকারি ধরার জন্য বনবিভাগের টল জোরদার রয়েছে। এ ব্যাপারে জেলেদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

 অন্যদিকে সদ্য যোগদান কৃত  সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী দায়িত্ব গ্রহণের পর হরিণ শিকারী চক্র ধরার জন্য  বিশেষ পুরষ্কার ঘোষণার পর বন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তারই অংশ হিসেবে বণরক্ষীরা এ ধরনের কর্মকাণ্ডে তৎপর রয়েছে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)