কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : কালীগঞ্জে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গার গৌপিনাথপুর গ্রামে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে নজরুল বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণাধীন বাড়ির পিলার বাঁকা হওয়াতে তিনি নিজেই মাটি সরিয়ে সেটি পুনরায় মেরামত করার কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটি ধসে তার নিচে চাপা পড়েন তিনি। প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাটি খুঁড়ে তার মরদেহটি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক।