আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দরগাহপুর পূর্বপাড়া সড়কে এ মানববন্ধনের আয়োজন করে ক্ষতিগ্রস্ত পরিবার ও গ্রামবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোক্তার আলী গোলদার, ছাবিতা খাতুন, মীম, সোনি খাতুন, এমদাদুল মলঙ্গী, আবু সাইদ গোলদার। বক্তাগণ বলেন, বাদী পান্নারা ঘটনার দিন আসামিদের বাড়িতে হামলা চালায়, মারপিট করে। পান্না, লাদেন, মনিরারা গ্রামের নিরীহ গরীব মানুষের উপর অত্যাচার, নির্যাতন ও মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে। তাদের অত্যাচারে গ্রামের নিরীহ মানুষরা অসহায় হয়ে পড়েছে। তাদের মারপিট ও হামলার পর ইউপি মেম্বার আলহাজ আঃ বারীক, শহিদ মাস্টার উপস্থিত হয়ে সিদ্ধান্ত দেন রাতে বসে ফয়সালা করবেন। মামলাবাজ পান্নাদের করা তদন্ত ছাড়া মিথ্যা মামলা প্রত্যাহার, তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকার নিরীহ মানুষদের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসন, আইন আদালতের কাছে তারা জোর দাবি জানান।