স্পন্দন ডেস্ক: যশোরসহ বিভিন্নস্থানে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। পহেলা মে বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
যশোর : সকালে কালেক্টরেট ভবন চত্বর থেকে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে র্যালি বের হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই -আলম সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত (খুলনা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূল, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মাহাবুুবুর রহমান মজনু, এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের শীর্ষনেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজকোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। র?্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি অংশ নেয়।
এছাড়া বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়ন উদ্যোগে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও চেক বিতরণ করার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন :
জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সকাল ১০ টায় র্যালি, আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, আয়োজক সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট, সদস্য সচিব মাহাবুবুর রহমান মজনু।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ মৃত্যুকালীন ৩৩ জন শ্রমিক পরিবারের মাঝে নগদ ৬০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। অবসরকালীন ৯ শ্রমিককে ৪০ হাজার করে টাকা দেয়া হয়।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন :
বেলা ১২টায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের চাঁচড়াস্থ কার্যালয়ে আলোচনাসভা ও মৃত শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
সংগঠনের সভাপতিবিশ্বনাথ ঘোষ বিষ্ণুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুজাফর, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাহাবুবুর রহমান মজনু।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। আলোচনা শেষে অবসরকালীন মৃত ২ জন শ্রমিক পরিবারের মাঝে ১ লাখ ১৫ হাজার টাকা প্রদান করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের মনিহার চত্বরে এক অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল। জেলা সভাপতি মাওলানা আব্দুল মালেক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, নুরী আল মামুন, ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক নুরুল আমিন, সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হান্নান, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান লাভলু প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল ৯টায় যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে যশোর সদর উপজেলা পেইন্টার শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস। বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, মাইনুল ইসলাম, অধ্যাপক মুসাক আলী শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, প্রচার সেক্রেটারি সিরাজুল ইসলাম, সদস্য তপন সরকারএবং প্রশান্ত সরকার।
যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন :
যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি. নং খুলনা ২২০৮)-এর উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় সংগঠন কার্যালয় থেকে র্যালিটি বের হয় এবং শহর প্রদক্ষিণ করে টাউন হল ময়দানের আলমগীর সিদ্দিকী হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়েছে। ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান খান মহারাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক বৃষ্ণা সরকার, সহ-সভাপতি আলী কদর মাস্টার, অ্যাড. আহাদ আলী লস্কর, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, অন্যতম নেতা আব্দুর রাজ্জাক মাস্টার।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ :
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ যশোর জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের গাড়িখানা সড়কস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম এতে প্রধান অতিথি ছিলেন। জেলা জাসদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক রায়, জেলা সহ সভাপতি আহসান উল্লাহ ময়না প্রমুখ।
বিবর্তন যশোর ও সুরধুনী :
দিবসটি উপলক্ষে বিবর্তন যশোর ও সুরধুনীর যৌথ প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান বৃষ্টি বিঘ্নিত হয়েছে। এক পর্যায়ে ইনস্টিটিউট লাইব্রেরীর ভিতরে সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান করা হয়। সন্ধ্যায় রওশন আলী মঞ্চের অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয়েছি দুইটি গণসংগীত। গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন যশোর জেলা কমিটির আয়োজনে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি হাবিবুর রহমান মোহন।
বেনাপোল :
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(৯২৫) ও (৮৯১)’র আয়োজনে সকাল ৯টার ১নম্বর গেটের সামনে থেকে বিশাল র্যালি বের করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক ডা. কাজী নাজিব হাসান। র্যালিটি বেনাপোল বাজার এলাকা প্রদক্ষিণ করে স্থলবন্দরের ৩ নম্বর গেটের সামনে আলোচনার মঞ্চে এসে শেষ হয়। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১)’র সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে ও (৯২৫)’র সাধারণ সম্পাদক সহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন এবং প্রধান বক্তা ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মাকসুদুর রহমান মিলন, নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু প্রমুখ।
মহেশপুর :
সকালে মহেশপুর মাইক্রোস্ট্যাণ্ড থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ডে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, সহ সভাপতি তরফদার মাহামুদ তৌফিক বিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান প্রমুখ।
মাগুরা :
সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিক সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শহরে মিছিল বের করে। চৌরঙ্গির মোড়ে আলোচনা সভা করে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের নেতাকর্মীরা। কমরেড অধ্যাপক কাজী নজরুল ইসলাম ফিরোজেরর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা এটিকে মহব্বত আলী, বাসদ নেতা প্রকৌশলীর সম্পা বসুসহ অন্যরা। দিবসটি উপলক্ষে শহরের চৌরঙ্গীর মোড় বটতলা এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও সুরসপ্তক সাংস্কৃতিক সংগঠন। গণসংগীত পরিবেশন করেন গণসংগীত শিল্পী রূপক আইচ,এটিএম আনিসুর রহমান, এবিএম আসাদুর রহমান, কানাই লাল স্বর্ণকার, রানী হায়দার, সত্যজিৎ চক্রবর্তীসহ অন্যরা।
পাইকগাছা (খুলনা) :
উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সানা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অব. সচিব তৌহিদুর রহমান। প্রধান আলোচক ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী। যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান সোহেলের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, যুবদলের সদস্য সচিব ইমরান আহমেদ প্রমুখ। একই ভাবে পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিও, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকগাছা শাখা, খুলনা মিনিবাস, ঢাকা পরিবহন মালিক সমিতিসহ সকল শ্রমিক সংগঠনের উদ্যোগে দিবস পালিত হয়েছে।
খুলনা :
ঈদুল আজহা উদযাপনের পূর্বে সাংবাদিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আহবান জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সংগঠনের কার্যালয়ে মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন। বক্তব্য রাখেন বিএফইউজের –বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য কৌশিক দে বাপী, সংগঠনের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, দেবব্রত রায়, মিলন হোসেন, সাগর সরকার, গাজী মনিরুজ্জামান, জাহিদুর রহমান, এম এম নুর হাসান জনি, হাসানুর রহমান তানজীর, কামরুল আহসান, বাপ্পী খান, হেলাল মোল্ল্যা, সোহেল রানা, ইমাম হোসেন সুমন, একরামুল হোসেন লিপু, শশাংক স্বর্ণকার প্রমুখ। সভায় সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশদভাবে আলোচনা করা হয়।
মোংলা :
শ্রমিক সংগঠনের উদ্যোগে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর জুলফিকার আলী, বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক এমরান হোসেন, খোরশেদ আলম। এছাড়া রিমঝিম হল চত্বরে অন্য এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম। এছাড়া অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সকালে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্ত্বরে দুই গ্রপের নেতৃবৃন্দরা সভা সমাবেশের আয়োজন করার চেষ্টা করলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয় যৌথ বাহিনী পুরো এলাকা কটোন করে রাখে। এছাড়া কোন পক্ষকে শ্রমিক সংঘ এলাকায় মে দিবসের অনুষ্ঠান করতে দেয়নি প্রশাসন।
আশাশুনি :
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের নেতৃত্বে প্রথমে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ ভবনের গেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল অদুদ, সমবায় অফিসের পরিদর্শক প্রমুখ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও শ্রমিক সমাবেশ সকালে ব্রীজ মোড় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে বিভিন্ন শ্রমিক সংগঠনের শত শত নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে র?্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। উপজেলা ফেডারেশনের সভাপতি অধ্যাপক শাহজাহান হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
কেশবপুর :
দিবসটি পালনের লক্ষ্যে কেশবপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেখসোনা খাতুন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাড. ওজিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান বিপুল, বিএনপি নেতা আবু নঈম প্রমুখ।
বাঘারপাড়া (পৌর) :
বাঘারপাড়ায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক দল সকালে উপজেলার মহিরণ ব্রাক মোড়ের অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আযমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফএম আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন, বিএনপি নেতা আনিচুর রহমানসহ বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
মহম্মদপুর (মাগুরা) :
মহম্মদপুরে মে দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমজীবী মানুষের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হন। পরে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালোর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা,জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ (অব.) মোহা. মতিউর রহমান, প্রেসক্লাব মহম্মদপুরের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুজ্জামান, উপজেলা টি এন্ড টি’র কর্মকর্তা (অবঃ) জিয়াউল হক বাচ্চু, নহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খালিদ হাসান,পলাশ বাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহাদুজ্জামান আহাদ, মহম্মদপুর অটো ভ্যান শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল ইসলাম মিন্টু, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান মামুন, সিনিয়র সাংবাদিক এস,আর, এ হান্নান, মেহেদী হাসান পলাশ,মাসুদ রানা প্রমুখ।
কালিগঞ্জ (সাতক্ষীরা) :
কালিগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: ৯৫০) এর আয়োজনে সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ সামাদ স্মৃতি ময়দানের উত্তর পাশে পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে এসে শেষ হয়।
পরে ইউনিয়নের হলরুমে উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মহাতাব হোসেন, সহ-সভাপতি কবিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বাবু, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন রহমান, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আজমীর হোসেন, প্রচার সম্পাদক ফরিদ হোসেন, সড়ক সম্পাদক আকরাম হোসেন কার্যকারী সদস্য আকরাম হোসেন, আব্দুল হামিদ, জাহাঙ্গীর আলম সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নিহত ৪ শ্রমিকের পরিবারে নগদ অর্থ প্রদান করা হয়।