মাগুরা প্রতিনিধি: সন্ত্রাসী হামলায় আহত হয়ে বাঘারপাড়ার এক যুবক শালিখা হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত নাজমুল বিশ্বাস বাঘারপাড়ার বলরামপুর গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে।
নাজমুল বিশ্বাস জানান, শুক্রবার সকালে তিনি পাঁচবাড়ীয়া মাঠ থেকে জমির ধান দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তায় উঠার পূর্ব মুহূর্তে পূর্ব শত্রুতার জেরে পাঁচবাড়ীয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে আব্দুল্লাহ মোল্লা (৪৫),আবুজার মোল্লা (৩০), মতিয়ার রহমান মোল্লা (৬০) ও তাদের ছোট ভাই দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তারা নাজমুলের একটি হাত ভেঙে দেয়, একটি আঙ্গুল কেটে দেয় এবং শরীরের বিভিন্ন জায়গায় মারপিট করে। এ সময় তার হাতের আংটি, পালসার মোটরসাইকেল, নগদ টাকা নিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শালিখা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর।