Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:০৮:৪১ পিএম

 

ঝিনাইদহ প্রতিনিধি: আমাদের জমি আছে, যোগাযোগ ব্যবস্থাও উন্নত। ঢাকা-খুলনা মহাসড়কের ধারে পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা-উপজেলার মধ্যবর্তী স্থান আমাদের কালীগঞ্জ শহর। চিনিকল, রেলওয়ে স্টেশন, কলেজ-স্কুল, ব্যাংক-বীমাসহ রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান। গুরুত্বের দিক দিয়ে এই শহরটি অনেক এগিয়ে। শুধু পিছিয়ে স্বাস্থ্য সেবা। তাই আমাদের দাবি বিশ্বমানের হাসপাতাল ঝিনাইদহের কালীগঞ্জের বেজপাড়ায় স্থাপন করা হোক। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উপজেলাবাসীর পক্ষে এই দাবি করেন আলহাজ মাহবুবার রহমান।

কালীগঞ্জ শহরের স্বেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা ফাউন্ডেশনের হলরুমে কালীগঞ্জে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক আলহাজ মাহবুবার রহমান। এ সময় উপস্থিত ছিলেন কমিটির নেতা মাওলানা আবু তালেব, তবিবুর রহমান মিনি, অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, আনোয়ারুল ইসলাম রবি, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, রাজনৈতিক নেতা মাহবুবুর রহমান মিলন, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, বেজপাড়ার বাসির পক্ষে আলমগীর কবির প্রমুখ। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের বৃহত্তর বিভাগগুলির একটি খুলনা বিভাগ। আর এই বিভাগের একটি অন্যতম বাণিজ্যিক শহর কালীগঞ্জ। এই শহরে রয়েছে দক্ষিণাঞ্চলের বৃহৎ ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল। আছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। আরো বেশ কয়েকটি বেসরকারি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। উপজেলাটি পাশ্ববর্তী কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর, যশোর সহ আরো কয়েকটি জেলার যোগাযোগের মধ্যবর্তী স্থান হিসেবে পরিচিত। ওই সকল জেলাগুলোয় প্রবেশকারীরা এই কালীগঞ্জ শহরের উপর দিয়ে যেয়ে থাকেন।

কিন্তু ৫ জেলার মধ্যবর্তী এই উপজেলা শহরে নেই কোনো ভালো চিকিৎসা কেন্দ্র। পাশ্ববর্তী জেলাগুলোতেও ভালো মানের কোনো হাসপাতাল নেই। এখানকার মানুষগুলোর সামান্য স্বাস্থ্য সেবা নিতেও খুলনা, ফরিদপুর, ঢাকা বা পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে হয়। এতে সাধারণ মানুষের বিপুল পরিমানে অর্থ নষ্ট হয়। এখানকার হতদরিদ্র মানুষগুলো মোটা টাকা ব্যয় করে দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা নিতে না পেরে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে যান। ভালো মানের হাসপাতালের জন্যে এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ কারণে কালীগঞ্জবাসী একটি বিশ্বমানের হাসপাতাল কালীগঞ্জে প্রতিষ্ঠার দাবি জানান। বক্তারা বলেন এই কালীগঞ্জ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ধার ঘেষে বেজপাড়া এলাকায় গণপূর্ত অধিদপ্তরের প্রায় ১০ একর পরিত্যক্ত জমি রয়েছে। এটি কালীগঞ্জ শহর সংলঘ্ন ঝিনাইদহ জেলার মধ্যবর্তী স্থানে। এখানে ব্যক্তি মালিকানার আরো বেশ কিছু জমি রয়েছে। যেখানে এই হাসপাতাল নির্মাণ ভালোভাবেই সম্ভব।

সম্মেলনে হাসপাতাল নির্মাণের দাবিতে আগামী ৪ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)