Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক আহত

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:৩৯:৪৬ পিএম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুর উপজেলার পিপুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে রিয়াজ হোসেন (২৬) নামে এক যুবক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া সীমান্তে। আহত রিয়াজ উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে রিয়াজ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রিয়াজ হোসেনের স্বজন ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে হালকা বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। পানি নিষ্কাশনের জন্য রিয়াজ জমিতে যান। জমিটি ভারতীয় সীমানার কাছাকাছি। জমিতে কাজ করার সময় ওপার থেকে ভারতীয় নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। একপর্যায়ে একটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন জানান, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। যশোরে প্রয়োজনীয় সুবিধা না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

রিয়াজের স্বজনরা আরো জানান, শুক্রবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহতের ঘটনাটি আমি লোক মুখে শুনেছি। এর থেকে আর বেশি কিছুই বলতে পারবো না।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, এমন কোনো ঘটনার খবর আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখতে হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)