Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভাত না খেয়ে থাকা মহেশপুরে সেই অসুস্থ বিএনপি কর্মী নিজামের পাশে তারেক জিয়া

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:৩৬:৩৭ পিএম

 

অসীম মোদক, মহেশপুর : ২০১৪ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম) এর শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নে এক স্মরণ সভায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণের জন্য রান্না করে রাখা খাবার লাথি মেরে ফেলে নষ্ট করে দিলে মনের কষ্টে সেই দিন থেকে আজ অবধি ভাত খাননি নিজাম উদ্দিন (৭৫)।

নিজাম উদ্দিন বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা ও তারেক রহমান দেশে না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। এভাবে দিন গুনতে গুনতে প্রায় ১১ বছর ভাত না খেয়ে আছেন মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মাথাভাঙ্গা পাড়ার মৃত নুরের ছেলে বিএনপি কর্মি নিজাম উদ্দিন। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী। তিনি অবসর সময়ে বাঁশবাড়ীয়া মোড়ে বিএনপির অফিসে পরিস্কার পরিচ্ছন্নসহ অফিস তত্ত্বাবধান করে থাকেন। দীর্ঘদিন ভাত না খেয়ে থাকায় ধীরে ধীরে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। গত সপ্তাহে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে পারিবারিকভাবে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা জানাজানি হলে তাৎক্ষণিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শারীরিক খোঁজ খবর নেয়া শুরু করেন এবং তাৎক্ষণিক ভাবে বিএনপির স্বাস্থ্য বিষয়ক টিমকে নির্দেশ দেন নিজাম উদ্দিনের চিকিৎসা নিশ্চিত করার।

তারেক রহমানের নির্দেশ পেয়ে বুধবার ঢাকা থেকে ছুটে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এবং আমরা বিএনপি পরিবার এর আহবায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন। তারা বেলা ১২টার সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ নিজাম উদ্দিনের শারীরিক খোঁজ নিয়ে ডাক্তারদের সাথে কথা বলেন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম তারেক রহমানের নির্দেশ মত আরো উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুজানুর রহমান সুজা জানান, নিজাম উদ্দিন এক জন বিএনপির নিবেদিত কর্মি। আমরা জানি ২০১৪ সালে আমাদের নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার কারণে রান্না করা খেচুড়ি নষ্ট হলে তার পর থেকে প্রায় ১১ বছর ভাত না খেয়ে আছেন নিজাম উদ্দিন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় তার সু চিকিৎসা প্রয়োজন। সে গরীব মানুষ আমার দল তাকে সমস্ত প্রকার সহযোগিতা করবে । 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি অসুস্থ নিজাম উদ্দিনকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছেন। তিনি সব সময় তার পরিবারের সার্বিক খোঁজ খবর রাখছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)