Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ইউএনডিপি প্রতিনিধিদলের গ্রাম আদালত পরিদর্শন

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৫২:৫৫ পিএম

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে গ্রাম আদালত পরিদর্শন করেছেন ইউএনডিপি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বুধবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন ও ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ডেনমার্ক পিইএম কনসাল্টের প্রবাসী বিশেষজ্ঞ অরেন ইপপ, ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্কিটেকচার হারুন উর রশিদ, গ্রাম আদালত সক্রিয়করণ জাতীয় প্রকল্প সমন্বয়কারী বিভাষ চক্রবর্তী, যশোর স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) রফিকুল হাসান, গ্রাম আদালত প্রকল্পের লিগ্যাল স্পেসালিস্ট ব্যারিস্টার মশিউর রহমান, যশোর স্থানীয় সরকার, ফর্ম ও স্টেশনারী শাখার সহকারী কমিশনার মীম বিনতে মুস্তাফিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, যশোর জেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ম্যানেজার অ্যাড. মহিতোষ কুমার রায়, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান সেখ তৈয়েবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সেখ হাশেম আলী, সোলাইমান বিশ্বাস, বাবুল আক্তার, গ্রাম আদালত অভয়নগর উপজেলা সমন্বয়কারী সোনিয়া দে প্রমুখ।

অরেন ইপপ সাংবাদিকদের বলেন, গ্রামের সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছেন কিনা তা সরেজমিনে দেখা হচ্ছে। তাদের সঙ্গে কথা বলে আদালতের কার্যক্রম গতিশীল করার পরামর্শ নেয়া হয়েছে।

বাঘুটিয়া ইউনিয়ন পরিদর্শন শেষে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অভয়নগর উপজেলার ৮ ইউনিয়নের গ্রাম আদালতে ১৯৬ মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে ১৬৭ মামলা নিষ্পত্তি করা হয়। ক্ষতিপূরণ আদায় হয় ১৬ লাখ ৮৮ হাজার টাকা। জমি উদ্ধার ৩০ শতক। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে সব থেকে বেশি মামলা গ্রহণ ও নিষ্পত্তি করায় উপজেলা ও জেলা পর্যায়ে সেরা ইউনিয়ন নির্বাচিত হয়।     

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)