Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:০৫:৩০ পিএম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেককে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার  দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে প্রথমে বিএনপি পরিবারের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা সৈয়দ নাসির আহমেদ মালেককে আওয়ামী লীগের দোসর দাবি করে বিএনপি থেকে বহিষ্কারে বিভিন্ন সেøাগান দেয়। এরপর একই দাবিতে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন খানজাহান আলী মাজার ইজিবাইক সমিতির সদস্যরা। সৈয়দ নাসির আহমেদ মালেক বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

মানববন্ধনে বাগেরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক ডা. হাবিবুর রহমান সিদ্দিকী, সদস্য সচিব তালুকদার শহিদুল ইসলাম স্বপন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. হারুন শেখ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিদুল ইসলাম, বিএনপি নেতা কাজী শাকিল তারিক, আলম মোল্লা, মোস্তফা শেখসহ বক্তারা বলেন, সৈয়দ নাসির আহমেদ মালেক একজন আওয়ামী লীগের দোসর। বিগত  ২০২৪ এর নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময়ের পক্ষে ভোটও চেয়েছেন। ৫ আগস্টের পর তিনি বিভিন্ন অফিসে সদর উপজেলা বিএনপির সভাপতি পরিচয়ে প্রভাব বিস্তার করছেন। বিভিন্ন হাট-বাজার থেকে চাঁদা তুলে দলীয় ভাবমূর্তি নষ্ট করেছেন। ঘের ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখলও করেছেন। অবিলম্বে তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে খানজাহান আলী মাজার ইজিবাইক সমিতির সভাপতি শেখ তারিক দাবি করেন, সৈয়দ নাসির আহমেদ মালেক তার লোকজন দিয়ে ইজিবাইক থেকে চাঁদাবাজি শুরু করেছে। জাসদ থেকে জাতীয় পার্টি- আওয়ামী লীগ হয়ে বিএনপি এসে নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি করছে। তিনি নিজে একজন চাঁদাবাজ ও দখলবাজ। ইতোমধ্যে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের নামে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। আমরা তার কৃতকর্মের জন্য বিচার ও  বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানাই। এ সময় খানজাহান আলী মাজার ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক ইসমত সাঈদ হৃদয়সহ ইজিবাইক সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, রাজনীতি করলে শত্রু-মিত্র থাকবে। কয়েকদিন আগে আমি একটা মানববন্ধন করেছিলাম। সেখানে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা ফকির তরিকুল ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম। তার ফলশ্রুতিতে তারা এ মানববন্ধন করেছে। এছাড়া সামনে বাগেরহাট সদর উপজেলা বিএনপির সম্মেলন রয়েছে। সে কারণেও আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)