Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:৩৪:২১ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক : শিরোপা ঘরে তুলেছে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট। বুধবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় উপশহর ক্রিকেট একাডেমি ও ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট।  স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের অধিনায়ক আশিকুল ইসলাম নিলয়। র্নিধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান করে তারা। এ রানের মধ্যে রেজওয়ান একাই করেন ৭৭ রান। এছাড়া হৃদয় মোল্লা ২৯, জুনায়েদ হোসেন ২২ ও সাঈদ আনোয়ার ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। উপশহর ক্রিকেট একাডেমির রাইসুল ৩১ রানে ৩ টি এবং ইমন ১৭ রানে ২ টি উইকেট নেন। জবাবে, ১৫ ওভার ৩ বলে ১০২ রানে অলআউট হয়ে যায় উপশহর ক্রিকেট একাডেমির দলীয় ইনিংস। দলের পক্ষে মিকাইল ৩১, মিল্টন ২২, রাইসুল অপরাজিত ১০ এবং জুবায়ের ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৮ রান। ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের রেজওয়ান ৭ রানে ও আশিকুল ইসলাম নিলয় ১১ রানে উভয়ে ৩ টি এবং হৃদয় মোল্লা ২১ রানে ২ টি উইকেট পান। খেলা দেরিতে শুরু হওয়ায় ১৭ ওভার করে নির্ধারণ করা হয় ফাইনাল ম্যাচটি। ফাইনালে ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটে রেজওয়ান। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক উপশহর ক্রিকেট একাডেমির মিকাইল (১৪৪ রান), সর্বোচ্চ উইকেট টেকার আজমান ও আশিকুল ইসলাম নিলয় (১২ উইকেট), সেরা ফিল্ডার ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটে সাঈদ আনোয়ার, সেরা আলরাউন্ডার আশিকুল ইসলাম নিলয় (৯১ রান ও ১২ টি উইকেট), সর্ব কণিষ্ঠ খেলোয়াড় মুসলিম ফ্রেন্ডেসের ইশান সরদার এবং উদীয়মান খেলোয়াড় ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটে হৃদয় মোল্লা। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান ও এ জেড এম সালেক। সভাপতিত্ব করেন আয়োজক বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর শাখার সহসভাপতি আলমগীর সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক আসাদুল্লাহ খান বিপ্লব। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর শাখার এ টুর্নামেন্টের আয়োজন করে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)