ক্রীড়া প্রতিবেদক : টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে উপশহর ক্রিকেট একাডেমি ও ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট। মঙ্গলবার স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ২ টি সেমিফাইনাল ম্যাচ হয়েছে। আজ বুধবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে দুপুর ২ টায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করবেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এদিকে, প্রথম সেমিফাইনালে উপশহর ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৮ রান করে। এ রানের মধ্যে নিলয় একাই করেন অপরাজিত ৪৫ রান। এছাড়া জুবায়ের করেন অপরাজিত ১৮ রান। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। যশোর ক্রিকেট কোচিং সেন্টারের সিবলী ২১ রানে ৩ টি ও সাকিব ১৯ রানে ২ টি উইকেট নেন। জবাবে, নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান করে যশোর ক্রিকেট কোচিং সেন্টার। দলের পক্ষে শাহারিয়ার সাকিব ২১ , আভিক ঘোষ বিল্টু ২০, হিমেল ১৬ ও সিয়াম ১৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১২ রান। উপশহর ক্রিকেট একাডেমির রয়েল ও আজমান উভয়ে ২ টি করে উইকেট পান। ম্যাচ সেরা হয়েছেন উপশহর ক্রিকেট একাডেমির নিলয়। উল্লেখ্য, মাঠ ভেজা থাকায় দেরিতে খেলা শুরু হওয়ায় ম্যাচ ১২ ওভার করে নির্ধারণ করা হয়। দ্বিতীয় সেমিফাইনালে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৩ রান করে। তাদের জয় ১৪, আমিন অপরাজিত ১৩ ও মুকুল ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৪ রান। ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের আশিকুল ইসলাম নিলয় ও সাদমান খান উভয়ে ২ টি উইকেট নেন। জবাবে, ৬ ওভার ৫ বলে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট। দলের পেক্ষে জুনায়েদ হোসেন ১৮ , সাঈদ আনোয়ার ১২ ও আশিকুল ইসলাম নিলয় অপরাজিত ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৬ রান। ঝিকরগাছা ক্রিকেট একাডেমির আবির ও আরিস উভয়ে একটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের আশিকুল ইসলাম নিলয়। উল্লেখ্য, দেরিতে শুরু হওয়ায় খেলা ১০ ওভার করে নির্ধারণ করা হয়। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর শাখার এ টুর্নামেন্টের আয়োজন করেছে।