Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:০১:৪৯ পিএম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জে প্রধান শিক্ষকের সহযোগিতায় সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাজন বিশ্বাসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামে।

সরেজমিনে দেখা যায়, একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তিনটি পুরনো ও বড় আকৃতির গাছ কেটে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয়দের দাবি, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাজন বিশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় গাছগুলো কেটে নিয়ে গেছেন। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, ‘আমরা যখন এই স্কুলে পড়েছি, তখন এই গাছগুলো লাগিয়েছিলাম। শুক্রবার রাজন বিশ্বাস প্রধান শিক্ষকের সহায়তায় কয়েকজন মিলে গাছগুলো কেটে নিয়ে যান। সরকারি গাছ এভাবে নিয়ম না মেনে কাটা যায় না। এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

স্থানীয় এক গাছ ব্যবসায়ী দিলু ব্যাপারী জানান, ‘রাজন আমার কাছে এসেছিলেন গাছ কাটার জন্য শ্রমিক নেয়ার বিষয়ে। আমি লোক পাঠিয়ে দিই, তারা গাছ কেটে চলে আসে। এরপর আমি আর কিছু জানি না।

এ বিষয়ে রাজন বিশ্বাস জানান, প্রধান শিক্ষক আমাকে গাছ গুলো কাটতে বলেছেন। এই কারণে গাছ গুলো কেটেছি। গাছ বিক্রির টাকা প্রধান শিক্ষকের কাছে দিয়ে দিবেন বলেও জানান তিনি।

একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার স্কুল ছুটি হওয়ার পর আমরা সবাই বাসায় চলে যাই। পরবর্তী দুই দিন স্কুল বন্ধ ছিল। রোববার এসে দেখি স্কুলের পাশের গাছগুলো কে বা কারা কেটে নিয়ে গেছে। গাছগুলো স্কুলের না। সরকারি খাস জমির গাছ। এই গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

রায়গ্রাম ইউনিয়নের ভূমি কর্মকর্তা আব্দুর রহমান জানান, গাছ কাটার বিষয়টি আমি কিছুই জানিনা। কেউ আমাকে কিছু জানায়নি। আপনাদের মাধ্যমেই জানতে পারলাম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)