স্পন্দন ডেস্ক: ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত রিপোর্টে:
যশোর: দিবসটি পালনের লক্ষ্যে সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটি যশোরের চেয়ারম্যান শেখ নাজমুল আলম। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম।
বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাইনুল হক, বিশেষ জজ আদালতের বিচারক এসএম নুরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্তজা ছোট, জিপি অ্যাডভোকেট শেখ আব্দুল মোহায়মেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, দেবাশীষ দাস, কাজী ফরিদুল ইসলাম, ব্লাস্টের কো-অডিনেটর অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবির, বিচার প্রার্থী রেশমা বেগম প্রমুখ।
যশোর জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মৌসুমী সাহা বলেন, বিগত এক বছরে বিনা খরচে ১ হাজার ৭৪১ মামলায় ভুক্তভোগীদের আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৪৬২ মামলা নিষ্পত্তি হয়েছে।
সভা পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা ও সহকারী জজ ফাহাদ ইশতিয়াক সৌরভ।
মহেশপুর : সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, মহেশপুর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসান, থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসানুজ্জামানম, অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু, অ্যাড. তুষার কান্তি রায়, অ্যাড. সদর উদ্দীন, অ্যাড. জিয়াউর রহমান জিয়া, অ্যাড. হরিদাস মল্লীক, অ্যাড. প্রিন্সসহ আইনজীবীরা।
মাগুরা : সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনগত দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মিজানুর রহমান রহমান। এরপর সকাল ৯ টায় মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালত চত্বরে এসে শেষ হয়। সেখানে জাতীয় আইনগত দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন, অতিরিক্ত জেলা জজ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার শান্তা আক্তার, মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুল আকবর কল্লোল ও সাধারণ সম্পাদক অ্যাড. শাহেদ হাসান টগর প্রমুখ।
আশাশুনি : সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র?্যালি বের করা হয়। র?্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, ইন্সপেক্টর তদন্ত আব্দুল ওয়াদুদ, হিসাব রক্ষক কর্মকর্তা মমিন আহম্মেদ, বড়দল ইউপির প্রশাসক চেয়ারম্যান ও আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা আমজাদ আললী প্রমুখ। উপজেলার আইনগত সহায়তার বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
পাইকগাছা ( খুলনা) : সকালে পাইকগাছা সিনিয়র জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আইনজীবী সমিতির ভবনে উপজেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুল সাত্তার ও সেক্রেটারি অ্যাড. জিএম আক্কাছ আলি’র সঞ্চালনায় বক্তৃতা করেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি পংকজ কুমার ধর, অজিত কুমার মন্ডল, সিনিয়র আইনজীবী কিশোরী মোহন মন্ডল, শফিকুল ইসলাম কচি, তৈয়ব হোসেন নূর, দিপংকর সাহা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, অ্যাডভোকেট সমীর কুমার ঘোষ, মোজাফ্ফর হোসেন, এফএমএ রাজ্জাক, আব্দুল মজিদ, চিত্তরঞ্জন সরকার, প্রশান্ত মন্ডল, নাদিমুজ্জামান, উত্তম সানা, শংকর ঢালী, অরুন মন্ডল, রেখা রাণী, রেহানা আক্তার, রওশনা আক্তার, ষোলআনা সভাপতি জিএম শুকুরুজ্জামান, আইনজীবী সহকারী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।